এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা উন্নয়ন তহবিল থেকে অসহায় কর্মহীনদের মাঝে সেলাই মেশিন, হত দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়। আজ ২৭ জুলাই রবিবার সকালে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে এসব বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জবাব শফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খান প্রমুখ। বিতরণে ৭ ইউনিয়নে ১৩ টি ক্লাবে জার্সি, ৪ জন অসহায় কর্মহীন কে সেলাই মেশিন ও ৯ জন হত দরিদ্র কে ৯ টি ছাগল প্রদান করা হয়।
আরও পড়ুন
জয়পুরহাটে বম্বু ইউনিয়নে নতুন ইয়ুথ গ্রুপ গঠন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল