হোম » অপরাধ-দুর্নীতি » ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের রিকশা চোরের ১ মাসের জেল

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের রিকশা চোরের ১ মাসের জেল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের রিকশা চোরের ১ মাসের জেল। রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভাতারমারি ইক্ষু ফার্মের কাছে একটি ব্যাটারি চালিত রিকশা চুরির চেষ্টাকালে পীরগঞ্জ ইউনিয়নের মৃত চৈতুর ছেলে দেলোয়ার  হোসেন(৬০)  জনতা ধরে সদর থানার অফিসার ইন চার্জকে জানালে,এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান,
সেসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ভিজিএফ বিতরণ পরিদর্শনে জামালপুর ইউনিয়ন পরিষদে অবস্থান করছিলেন, তাই তিনি পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করলে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Loading

error: Content is protected !!