নিজস্ব প্রতিনিধি:: রাজধানীর ‘মিরপুর প্রেসক্লাব’- এর প্রতিষ্ঠাতা সভাপতি- মোঃ গোলাম কাদেরকে সভাপতি, সৈয়দ শফিকুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেন মোল্লাকে যুগ্ম সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আহসানুল্যাহকে অর্থ সম্পাদক করে মিরপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে মিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে কমিটি ঘোষণা করা হয়।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি- মোঃ গোলাম কাদের বলেন, প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দসহ একঝাঁক নবীন, প্রবীণ প্রতিভাবান, নির্ভীক সাংবাদিকদের সমন্বয়ে কমিটি গঠিত হয়েছে। তিনি বলেন, আমি আশাবাদী এবার সাংবাদিকদের কল্যাণে দুর্বার গতিতে এগিয়ে যাবে মিরপুর প্রেসক্লাব।
এ‘সময় বক্তব্য রাখেন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- সৈয়দ শফিকুর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ জাকির হোসেন মোল্লা, অর্থ সম্পাদক- বীর মুক্তিযোদ্ধা আহসানুল্যাহ প্রমুখ।
উপস্থিত ছিলেন, দৈনিক গণমানুষের আওয়াজ-এর সহযোগী সম্পাদক- শাহজাহান সিরাজ সবুজ, জনতার আলো ডটকম-এর প্রকাশক ও সম্পাদক- প্রান্ত পারভেজ তালুকদার, বাংলাদেশ একাত্তর ডটকম-এর প্রকাশক ও সম্পাদক- রাজু আহমেদ, আনন্দ টিভির রিপোর্টার- মোঃ মুসা মিয়া, দৈনিক নতুন সময়- এর সাংবাদিক মারুফ হায়দার, সাপ্তাহিক অপরাধ সূত্র- এর সাংবাদিক- আবুল কাশেম সহ প্রেসক্লাবের সকল সদস্যরা।
প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদেরসহ অন্যান্য প্রতিষ্ঠাকালীন সদস্যরা দিধাবিভক্ত মিরপুর প্রেসক্লাবের হাল ধরায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিরপুরের সাংবাদিকরা, এমনটিই জানিয়েছেন উপস্থিত সাংবাদিকগণ।
### এস এস সবুজ
আরও পড়ুন
মহামারী ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী
সাংবাদিকতা এতটাই কঠিন আগুন হাতের তালুতে রাখার মত
ঠাকুরগাঁওয়ে গবাদি পশু দিয়ে ফসলি জমি নষ্ট করা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন