শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: মাজেদ নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় উপজেলার খানপুর ইউনিয়নের ভিমজামি পশ্চিম এলাকায় এ অভিযান পরিচালনা করেণ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা।
এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে রণবীরবালা এলাকার ফেরদৌস সরকারের ছেলে মো: মাজেদ নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও যন্ত্রপাতি ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা জানান, উপজেলার খানপুর ইউনিয়নের ভিমজামি পশ্চিম এলাকায় অবৈধভাবে করতোয়া নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা এসআই আফজাল হোসেন ও সংঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানা করে মাজেদ নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আর বালু উত্তোলন না করার সর্তে লিখিত মুসলেকা দেওয়া হয় ।
আরও পড়ুন
জামালপুরে ভূমিদস্যুর অত্যাচার থেকে রেহাই পেতে সাংবাদিক সম্মেলন
শ্যামনগর নৌকার প্রার্থী দোলন–কে গণসংবর্ধনা
সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই পিকআপে আগুন