হোম » প্রধান সংবাদ » আওয়ামী লীগ নেতাদের সুস্থতা কামনায় মিরসরাই সদর ইউনিয়নে দোয়া মাহফিল

আওয়ামী লীগ নেতাদের সুস্থতা কামনায় মিরসরাই সদর ইউনিয়নে দোয়া মাহফিল

ইকবাল হোসেন জীবন,মিরসরাই: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের দীর্ঘায়ু কামনা সহ নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগ।
২৪ জুলাই (শুক্রবার) মিঠাছরা মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার শারিরীক সুস্থতা কামনা করে বিশেষ মোনাযাত করা হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান এমরান উদ্দিন,মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির নেতৃবৃন্দ।

Loading

error: Content is protected !!