হোম » আইন-আদালত » পাটগ্রামে মাদকসহ দম্পতি গ্রেপ্তার 

পাটগ্রামে মাদকসহ দম্পতি গ্রেপ্তার 

মিজানুর রহমান : লালমনিরহাটে পাটগ্রামে মাদকসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা ভাটিয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ওই দুজন হলেন মো. পলাশ (৩২) ও তাঁর স্ত্রী মোছা. রিভা আক্তার। পলাশ ওই এলাকার মো. সামছুদুলের ছেলে ।থানা পুলিশ সুত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষিত অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক।

Loading

error: Content is protected !!