আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ,ভালুকা, প্রতিনিধি: ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ এবং ব্যাপক সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধার কন্যা মাহমুদা সুলতানা মুন্নি।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, মরহুম মো: মফিজুর রহমানের সুযোগ্য কন্যা ঢাকা ভার্সিটির মেধাবী ছাত্রী মাহমুদা সুলতানা মুন্নির অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে ৬নং ভালুকা ইউনিয়নের বাঁশিল গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,মাদ্রাসা,
বাজার এবং রাস্তার দুইপাশ সহ প্রায় ৫০০ শতাধিক গাছের চারা রোপন ও বিতরণ করেন।উপজেলার ৬নং ভালুকা ইউনিয়নের বাঁশিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধার সন্তান মুন্নি গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।পরে স্থানীয় জনসাধারন মানুষের মাঝে গাছের চারা বিতরণ সহ মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা গাছ লাগান পরিবেশ বাঁচান পৌছে দেন।
মুক্তিযোদ্ধার কন্যা মাহমুদা সুলতানা মুন্নি বলেন, মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং পরিবেশের উপর গুরুত্ব দিয়ে সম্পূর্ণ নিজ উদ্যোগে আমার বাবার পৈত্রিক নিবাস বাঁশিল গ্রামে বৃক্ষ রোপন ও বিতরণ উদ্বোধনের মাধ্যমে সামাজিক সেবার ক্ষুদ্র প্রয়াসে কাজ করে যাচ্ছি।এসময় তিনি সাধারন মানুষকে বাড়ীর আশ- পাশ সহ রাস্তার দুইপাশে সবুজ বনায়নসহ বনজ, ফলজ,ওষধি গাছের চারা লাগানোর জন্য আহবান করি।এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
পীরগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু
ঝড় বৃষ্টির বাঁধা অতিক্রম করেও বাজার মনিটরিং ফুলবাড়ী প্রশাসনের
চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হিন্দু ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ