সুনামগঞ্জ প্রতিনিধি: দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সুনামগঞ্জ সাংবাদিক অঙ্গনের প্রিয় ব্যক্তিত্ব আবেদ মাহমুদ চৌধুরী (৪৫)বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় নিজ বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে স্ত্রী, ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বাদ আছর তার আরফিননগর মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে সাংবাদিক আবেদন মাহমুদ চৌধুরীর মৃত্যুতে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক মহল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।#
সুনামগঞ্জে সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিভিন্ন মহলের শোক

আরও পড়ুন
৬১৯ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
জয়পুরহাটে নিকাহ রেজিস্টারদের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
দুই বাচ্চার মারামারি, ডেকে নিয়ে শিশু ফেহাকে হ’ত্যা করে সেন্টু