হোম » প্রধান সংবাদ » পীরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে অধৃষ্য ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

পীরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে অধৃষ্য ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল বুধবার প্রথমবারের মত অধৃষ্য ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন। শহরের পালিগাঁও (বশিরের দুয়ার) হতে শুরু করে অন্তরপুল (গণির হাট) সহ উপজেলার বিভিন্ন হাট বাজার, যাত্রী ছাউনি ও শিক্ষা প্রতিষ্ঠান এ প্রায় ৩ শতাধিক কৃষ্ণচূড়া, দেবদারু, কাঠবাদাম, স্থলপদ্ম ও পলাশ বৃক্ষ রোপণ করে ক্লাবটি। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইমন বলেন – সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলা কে সবুজের প্রান্তরে গড়ে তুলতে ছোট্ট একটি প্রয়াস মাত্র। ক্লাবের সাধারণ সম্পাদক রাসেদ খান বলেন – প্রথমবার হিসেবে আমরা যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে চেষ্টা করেছি।

ভবিষ্যৎ এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে বড় পরিসরে। ক্লাব প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ডরিন বলেন মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সারা দেশেই চলছে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহন করেছি আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ডি এন কলেজের অধ্যক্ষ শ্রী গোপাল চন্দ্র রায়, প্রধান অফিস সহকারী ফজলুল হক, স্থানীয় ইউপি সদস্য দিনেশ চন্দ্র প্রমুখ ।

error: Content is protected !!