হোম » প্রধান সংবাদ » মোংলায় কোস্টগাডের অভিজানে দেড় কেজি গাজাসহ দুইজন আটক।

মোংলায় কোস্টগাডের অভিজানে দেড় কেজি গাজাসহ দুইজন আটক।

শেখ নাইম ইসলাম,মোংলা প্রতিনিধি : দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি নলিয়ান ষ্টেশনের অপারেশন টিমের সদস্যরা। মঙ্গলবার (২১ই জুলাই) ভোর রাতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি চারুবার্তা টুয়েন্টি ফোর ডটকমকে নিশ্চিত  করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হায়াত ইবনে সিদ্দিক।
জানা গেছে, সুন্দরবনের কাছেই পাইকগাছা উপজেলার গোড়ইখালী খেয়াঘাট সংলগ্ন ফকিরাবাদ এলাকায় মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং দেশের বিভিন্ন প্রান্তে মাদক দ্রব্য সরবাহ করত বলে জানিয়েছে কোস্টগার্ড। আটক মাদক ব্যবসায়ী হলেন – সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা মোঃ আকবর আলী গাজীর পুত্র মোঃ গোলাম রসুল (২৭), ও মোঃ বাহাদুর সরদারের পুত্র হাফিজুল ইসলাম (৩৪)।
আটককৃতদের বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হওয়ার পর তাদের জেল জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত (১৮ই জুলাই) ভোর রাতে সুন্দরবনের পানখালী এলাকায় ৪০০ গ্রাম গাঁজাসহ অপু শেখ নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হায়াত ইবনে সিদ্দিক বলেন, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে যে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা, বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা, মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সহ ও বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।
error: Content is protected !!