বন্যা

শেখ ফয়জুর রহমান:
বন্যা এলো আমার দেশে
বন্যা এলো গাঁয় ,
বানভাসি সব মানুষগুলির
কী হবে উপায় !
খাদ্য ও বিশুদ্ধ পানির
খুব যে অভাব আজ ,
অসহায়ের পাশে গিয়ে
দাঁড়ানোটাই কাজ ।
আমরা এখন পেটভরে খাই ,
তারা অভুক্ত ।
তারা এখন বন্দি জলে ,
আমরা যে মুক্ত ।

Loading

error: Content is protected !!