হোম » প্রধান সংবাদ » গাইবান্ধায় ৩য় শ্রেণীর শিশু যৌন হয়রানীর শিকার থানায় এজাহার

গাইবান্ধায় ৩য় শ্রেণীর শিশু যৌন হয়রানীর শিকার থানায় এজাহার

শাহজাহান সিরাজ, গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে ৩য় শ্রেণীর এক শিশু বাচ্চাকে যৌন হয়রানী করেছে প্রতিবেশী আব্দুর রহমান গাটুর পুত্র মজনু মিয়া। ১৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পরপরই অভিযুক্ত মজনুকে আটকিয়ে রাখলে স্থানীয় আব্দুস সোবহান কেরুর পুত্র রিজু মিয়া, মৃত ফারাজ মুন্সির পুত্র আব্দুর রহমান গাটু, আব্দুস সাত্তারের পুত্র রব্বানী মিয়া, সাথী বেগম ও শান্তা বেগম ছুটে এসে নুরে আলম এর বসতবাড়িতে ভাংচুর চালায়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি মারপিট এবং হুমকি ধামকি দিয়ে উল্লেখিত আসামীরা ঐ লম্পট মজনুকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনা শুনে ঐ শিশু কন্যা সন্তানের পিতা (বগুড়ায় চাকরিরত) দ্রুত থানা পুলিশের সহযোগিতা নিতে বলেন। পরে ঐ রাতেই শিশুটির মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় লম্পট মজনু মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যার মামলা নম্বর- ৪১, তারিখ: ১৭/৭/২০ইং। গাইবান্ধা থানা পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে তৎপর রয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মো: শাহরিয়ার।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!