শাহজাহান সিরাজ, গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে ৩য় শ্রেণীর এক শিশু বাচ্চাকে যৌন হয়রানী করেছে প্রতিবেশী আব্দুর রহমান গাটুর পুত্র মজনু মিয়া। ১৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পরপরই অভিযুক্ত মজনুকে আটকিয়ে রাখলে স্থানীয় আব্দুস সোবহান কেরুর পুত্র রিজু মিয়া, মৃত ফারাজ মুন্সির পুত্র আব্দুর রহমান গাটু, আব্দুস সাত্তারের পুত্র রব্বানী মিয়া, সাথী বেগম ও শান্তা বেগম ছুটে এসে নুরে আলম এর বসতবাড়িতে ভাংচুর চালায়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি মারপিট এবং হুমকি ধামকি দিয়ে উল্লেখিত আসামীরা ঐ লম্পট মজনুকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনা শুনে ঐ শিশু কন্যা সন্তানের পিতা (বগুড়ায় চাকরিরত) দ্রুত থানা পুলিশের সহযোগিতা নিতে বলেন। পরে ঐ রাতেই শিশুটির মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় লম্পট মজনু মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যার মামলা নম্বর- ৪১, তারিখ: ১৭/৭/২০ইং। গাইবান্ধা থানা পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে তৎপর রয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মো: শাহরিয়ার।
গাইবান্ধায় ৩য় শ্রেণীর শিশু যৌন হয়রানীর শিকার থানায় এজাহার
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)

আরও পড়ুন
হাতীবান্ধায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে অন্তসত্ত্বা নারীর আত্মহত্যা
চকরিয়াতে ট্রেন দেখতে গিয়ে দুই ভাই-বোন নিহত
ফুলবাড়ীতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত