হোম » প্রধান সংবাদ » হরিপুরে মানব কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ উদ্বোধন

হরিপুরে মানব কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ উদ্বোধন

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজলার কালিগঞ্জ বাজার সরকার মার্কেটে অস্থায়ী ‘হরিপুর মানব কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ, এর শুভউদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তারিক হোসেন মানিক সরকার, আওলাদ সরকার, ফইজুল, কামরুলজ্জামান, মেহেদী, মসিউর প্রমূখ্য। স্থানীয় সামাজিক যুবকদের নিয়ে এই সংঘ কে স্বাগত জানিয়েছে রাজনৈতিক, শিক্ষক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!