হোম » প্রধান সংবাদ » ভালুকায় বাদশাহ টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরী পরিদর্শন করেন এমপি ধনু।

ভালুকায় বাদশাহ টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরী পরিদর্শন করেন এমপি ধনু।

আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ,ভালুকা, প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাদশা টেক্সটাইলে তুলার গুদামে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্থ অংশ পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি এবং এসময় উপস্থিত ছিলেন স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব বাদশা মিয়া।কর্তৃপক্ষ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানাযায়,গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী জামিরদিয়া এলাকায় অবস্থিত বাদশাহ টেক্সটাইলে মিলের তুলার গুদামে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ভালুকা,ত্রিশাল,ময়মনসিংহ ও শ্রীপুর ফায়ার সার্ভিসসহ ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫ঘন্টার বেশী সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।এ ব্যপারে বাদশা টেক্সটাইল মিলের জিএম (প্রশাসন) মোঃ মোশারফ হোসেন জানান,ভয়াবহ অগ্নিকান্ডে আমাদের প্রায় ৩০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।তবে তদন্ত হলে এই ক্ষতির পরিমান আরও বেশী হতে পারে।ভয়াবহ আগুন নিভানোর কাজে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছেন।

৫ ঘণ্টার বেশী সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকান্ডে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানাযায়।খবর পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন ঘটনা স্থলে ছুটে যান।ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন,দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।এবং ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৫ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Loading

error: Content is protected !!