হোম » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেএম.মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে ৫২ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ ৷ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এসআই স্বপন কুমার হাওলাদার সঙ্গীয় ফোর্স কাচিয়া ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডের বৈদ্যের পোল বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন, কাচিয়া ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডের চকঢোষ গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে মোঃ নয়ন (২৮) এবং একই এলাকার মো.হাবিবুল্লাহ’র ছেলে মোঃ মাকসুদ (২৪) ৷ এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Loading

error: Content is protected !!