জেএম.মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে ৫২ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ ৷ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এসআই স্বপন কুমার হাওলাদার সঙ্গীয় ফোর্স কাচিয়া ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডের বৈদ্যের পোল বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন, কাচিয়া ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডের চকঢোষ গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে মোঃ নয়ন (২৮) এবং একই এলাকার মো.হাবিবুল্লাহ’র ছেলে মোঃ মাকসুদ (২৪) ৷ এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু