আসাদ হোসেন রিফাত,লালমনিরহাটঃ দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুল স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই ( শুক্রবার) সকাল ১১ টায় যুগান্তরের স্বজন সমাবেশের আয়োজনে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাব হলরুমে যমুনা টিভির লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মিজানুর রহমান দুলালের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নূর ইসলাম আহমেদ, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, হাতীবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব মিলু, সিনিয়র সাংবাদিক তিতাস আলম সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন
কুলিয়ারচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
যশোরে সব আসনেই দলীয় প্রার্থীর বিপক্ষে লড়বেন নৌকাবঞ্চিতরা