হোম » প্রধান সংবাদ » ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ফলজ,বনজ,ঔষধি চারা বিতরণ এবং রোপন কর্মসূচির উদ্বোধন।

ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ফলজ,বনজ,ঔষধি চারা বিতরণ এবং রোপন কর্মসূচির উদ্বোধন।

আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ,ভালুকা, প্রতিনিধি: ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ এবং ব্যাপক সবুজ বনায়নের লক্ষ্যে ফলজ,বনজ,ঔষধি চারা হস্তান্তর ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু।

১৬ই জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে ভালুকা রেঞ্জ,বন বিভাগের সার্ভিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থানে ২০৩২৫টি ফলজ,বনজ এবং ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভালুকার রেঞ্জ কর্মকর্তা মো: মোজ্জাম্মেল হোসেন সহ এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’ লীগের সিনিয়র সহসভাপতি এড.শওকত আলী,

পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম,যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ,কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন,আ’ লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব মাহাবুব,সংসদ সদস্যের একান্ত সচিব,সাবেক জেলা ছাত্রলীগের অন্যতম নেতা,সৌমিত্র চক্রবর্তী নিপুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সজিব,হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন সহ আ’ লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!