আওয়াজ অনলাইনঃ আসন্ন ঈদুল আজহার আগে ৫ দিন ও পরে তিনদিন গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ (বুধবার) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে তিনি এসব কথা জানান
এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ঈদের আগে ৫দিন ও ঈদের পর ৩দিন গণপরিবহন বন্ধ থাকবে, যা নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
এসময় তিনি বলেন, আসন্ন ঈদুল আজহার আগের ৫দিন ও পরের ৩ দিন ফেরি পারাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সময়ে শুধু নিত্যপণ্য ও পশুবাহী পরিবহন ফেরিতে পারাপার করা যাবে। জরুরি সেবার আওতায় এই নির্দেশনার শিথিলতা থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারির আওতায় রাখা হবে।
আরটিভি
আরও পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
পোরশায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৩ পালন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মরজত আলী মাস্টার এর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ