শহিদুল ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের চেতনা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী কর্মঠ একদল সাংবাদিকের সমন্বয়ে সম্প্রতি ঈশ্বরদীতে গঠিত হয়েছে ‘‘ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব’’। সকলের মতামতের ভিত্তিতে সিনিয়র সাংবাদিক দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার ও বাংলা টিভির ঈশ্বরদী প্রতিনিধি তৌহিদ আক্তার পান্নাকে সভাপতি,দৈনিক সকালের সময় ও চ্যানেল এস এর ঈশ্বরদী প্রতিনিধি এএ আজাদ হান্নানকে সাধারণ সম্পাদক,দৈনিক বাংলাদেশ সমাচারের ঈশ্বরদী প্রতিনিধি তুহিন হোসেন সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির ঈশ্বরদী প্রতিনিধি বায়েজিত বোস্তামী পলাশকে অর্থ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
দৈনিক একুশের সংবাদের পাবনাস্থ স্টাফ রিপোর্টার ও এশিয়ান টিভির আসাদুজ্জামান সুমন, দৈনিক প্রভাতী খবর ও এশিয়ান টিভির আব্দুর রউফ জোয়ার্দার বিপুল,দৈনিক এশিয়াবাণীর এ্যাড.হেদায়েত-উল-হক, ,দৈনিক মাতৃছায়া ও দৈনিক দেশবার্তার বাপ্পী রায়হান,জিটিভির নাসিম আহমেদ,,দৈনিক ভোরের ডাক ও অনাবিল নিউজ পোর্টাল এর পায়েল হোসেন রিন্টু,বিজয়দীপ্ত ও সাহারা টেলিভিশনের রাসেল তালকদার,প্রথম সকালের এ্যাড.আরেফিন রাজ,ডেইলী কান্ট্রি টুডের সাদেক খান, ,দৈনিক আমাদের অর্থনীতির শাহিনুর রহমান বাধন,বিজয়দীপ্ত’র মোস্তাক আহমেদ টনি,দৈনিক লাখো কন্ঠ’র এ্যাড.আব্দুল্লাহ আল শোভন,দৈনিক আলোকিত সকালের মামুনুর রহমান,দৈনিক মাতৃজগত পত্রিকার সবুজ মোল্লাসহ অন্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন।
এদিকে ‘‘ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব’’ গঠিত হওয়ায় বিভিন্ন রাজনীতিক,সমাজ সেবক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব,বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি,চিকিৎসক,চাকরীজীবিসহ বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন এবং এই প্রেসক্লাবের সকল সদস্যরা যেন ভাল কাজের মধ্য দিয়ে সকল শ্রেণীপেশার মানুষের আস্থা অর্জন করতে পারে সে আশাবাদও ব্যক্ত করেছেন।
আরও পড়ুন
জয়পুরহাটে বম্বু ইউনিয়নে নতুন ইয়ুথ গ্রুপ গঠন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল