হোম » প্রধান সংবাদ » শরণখোলার রায়েন্দা বাজারের প্রবীণ ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার  ফকিরের ইন্তেকাল

শরণখোলার রায়েন্দা বাজারের প্রবীণ ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার  ফকিরের ইন্তেকাল

শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারের প্রবীণ ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার ফকির (৭৮) আজ মঙ্গলবার দুপুর ১.৩৫ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেঊন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন স্ট্রোক জনিত কারনে অসুস্থ্য ছিলেন। মৃত্যুকালে তিনি ২পূত্র ৪ কন্যা সহ অসংখ্য গুনাগ্রহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্জ আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও আওয়ামীলীগ নেতা  অাবু জাফর জব্বার, মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্মের মূখপাত্র শামীম বিশ্বাস বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Loading

error: Content is protected !!