ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত ঈশ্বরদীতে করোনা আক্রান্ত্রের সংখ্যা ১৭৭ জন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছে ৫ জন। সোমবার নতুন করে আরও দুইজন করোনা আক্রান্ত হয়েছে। এরা হলো ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়ীয়া বাজারের রফিকুদ্দীনের ছেলে আল-আমীন (৩২) ও সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ডাবু প্রামানিক (৩৫)। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান বলেন, গত শনিবার বগুড়ার টিএমএসএসের ল্যাবে নমুনা দিয়ে পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ এসেছে বলে গতকাল সোমবার রাতে প্রাপ্ত তথ্য থেকে নিশ্চিত করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
পীরগঞ্জে ১৬০ মুক্তিযোদ্ধাকে দেওয়াল ঘড়ি উপহার
সোনাইমুড়ীতে পাইপগান,অটোরিক্সা সহ দুই ছিনতাইকারী আটক
বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে রংমিস্ত্রী নিহত