লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া লাম্বারঘাটা জামাল হোসেনের দোকানের উত্তর পার্শ্বে ব্রিক সলিং রাস্তার উপরে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন। ১৩জুলাই তাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়।
আটককৃত মাদক কারবারীর নাম মোঃ ফরহাদ (২১)। সে উত্তর পদুয়া ঘোনার পাড়া এলাকার আবুল কালামের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টায় ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৫০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী ফরহাদকে আটক করে।আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানার ডিউটি অফিসার এসআই মাহফুজ জানিয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনাকে সর্বতো সমর্থন অব্যাহত রাখতে হবে — রবি উপাচার্য
জাতীয় দিবস মহান স্বাধীনতা -২০২৩ উপলক্ষে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত
ফ্রিজে ঢুকিয়ে কুরিয়ারে ফেনসিডিলের চালান!