মেঘের আবরণে
-অজন্তা দেববর্মণ
সকাল থেকে আবারও বৃষ্টি শুরু।
মেঘের আবরণ সরিয়ে অচেনা
অজানা পথে এলোমেলো হাওয়ায়
নতুন আশা স্বপ্ন নিয়ে দিগন্তরেখা
পেরিয়ে অবুঝ মনটাকে নিয়ে ছুটে চলা।
শ্রবণ ঘন বর্ষণে রঙ রুপের বাহার
প্রকৃতির বুকে সুবাস ছড়ায় হরেক
রকমারি ফুলের গন্ধরাজ চাঁপা বেলী কামিনী।
মাতাল করা মন পাগল পাগল হৃদয় স্বপ্নেরা
দিশাহারা দুঃস্বপ্ন কাঁদায় দিবানিশি।
এসেছি একা যাবোও একা কি
আর রেখে যাবো অবনীর কোলে।
জঠরে জ্বালা যন্ত্রণা দুঃখ ধারণ করে চলেছি
একা একা তাইতো আসে না
ভালবাসার অনুভূতি পাই না খোঁজে ভাষা।
তুমি আমার কবিতা আশা ভরসা ভালোবাসা
জীবন সুখ শ্বাসপ্রশ্বাস।
ভালোলাগা অশান্তির মাঝে শান্তি পাওয়া
অনুভবে একটুখানি সুখকে খোঁজে পাওয়া।
/এইচ.
আরও পড়ুন
পীরগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু
ঝড় বৃষ্টির বাঁধা অতিক্রম করেও বাজার মনিটরিং ফুলবাড়ী প্রশাসনের
চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হিন্দু ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ