এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত গরু চোর, ডাকাতি সহ ৮টি মামলার দীর্ঘদিনের পলাতক সন্ত্রাসী নুুরুল ইসলাম কে শুটারগান ও ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রবিবার গভীর রাতে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। এসময় দোপাড়া গ্রামের কুখ্যাত গরু চোর, ডাকাতি সহ ৮টি মামলার পলাতক আসামী সন্ত্রাসী নুরুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করে।
পুলিশ ওই সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করার পর রাতেই তার বাড়ীর ছাদের ইটের স্তুপের ভিতরে থাকা ১টি শুটারগান ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। সন্ত্রাসী নুরুল ইসলাম দোপাড়া গ্রামের দেলোয়ার হোসেন এর পুত্র বলে জানা গেছে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, নুরুল ইসলাম গরু চুরি, ডাকাতি ছিনতাই সহ ৮টি মামলায় এজাহার ভুক্ত আসামী। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো। তিনি বলেন, এই সন্ত্রাসী নুরুল ইসলাম এই এলাকায় ক্রাইম করে রাতে রাতেই সে অন্যত্র গা ঢাকা দিয়ে থাকে।
আরও পড়ুন
কক্সবাজারে লোকালয়ে খাদ্যের সন্ধানে হাতির দল
ভৈরবে নানা অনিয়মের অভিযোগে সরকারী নিবন্ধনবিহীন সূর্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র কে সিলগালা
শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ