মিজানুর রহমান, হাতীবান্ধা-পাটগ্রাম প্রতিনিধিঃ- হাতীবান্ধায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যার পানিতে ডুবে আলিফা আক্তার নামে ৮ মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে।সোমবার ( ১৩ জুলাই) ভোরে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলিফা আক্তার ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পরেন সবাই। এসময় বাবা মায়ের অজান্তেই ঘরের ভিতরে ওঠা বন্যার পানিতে পরে শিশুটির মৃত্যু হয়। গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান ডা. আতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
চাটখিলে অবরোধের সমর্থনে মশাল মিছিল
রাজশাহীতে ভোটে লড়বেন মনোনয়ন বঞ্চিত দুই সংসদ সদস্য
জামালপুরে ভূমিদস্যুর অত্যাচার থেকে রেহাই পেতে সাংবাদিক সম্মেলন