রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : রবিবার সন্ধ্যায় শহরের তিনমাথা রেলগেট এলাকায় বগুড়া গেষ্ট হাউজে মানবিক বাংলাদেশ সোসাইটি উদ্যোগে বগুড়া জেলার তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়ের) শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ যুব কমিটি বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজার ।
এসময় তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে তৃতীয় লিঙ্গের মানুষদের বাঁচাতে কর্মমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। তাদের দূরে নয় ভালবাসায়, পারিবারিক ও সামাজিক বন্ধনে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করে মানুষ হিসেবে মাথা উচু করে বাঁচতে দিতে হবে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন মানবিক বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদ্যুৎ। বিশেষ অতিথি ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক রাণী চৌধুরী, বলাকা মানবিক উন্নয়ন সংস্থার সভাপতি সুমি হিজড়া, সহ-সভাপতি মুন্নিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেফতার ১
বগুড়ার ঐতিহ্যবাহী দারিয়ালে চারশ বছরের পুরোনো ঘুড়ির মেলা
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভেঙ্গে ফেলেছে দর্বৃত্তরা