হোম » প্রধান সংবাদ » আজ সারাদেশের মেডিক্যাল টেকনোলজিস্টদের কর্মবিরতি

আজ সারাদেশের মেডিক্যাল টেকনোলজিস্টদের কর্মবিরতি

 এম হিরন প্রধান : আজ বৃহস্পতিবার থেকে সারাদেশের সরকারি হাসপাতাল ও চিকিত্সা শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি সেবা অব্যাহত রেখে দুই ঘণ্টার কর্মবিরতি পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পালিত করে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ)। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালিত হয়। গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত এক অবস্থান ধর্মঘট থেকে ৬ দফা দাবি বাস্তবায়নে এ কর্মসূচি ঘোষণা করে বিএমটিএ।

সমাবেশে স্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ মেডিক্যাল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার বেকার মেডিক্যাল টেকনোলস্টিকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান ও মেডিক্যাল টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন সারাদেশের মেডিক্যাল টেকনোলজিস্টরা।

Loading

error: Content is protected !!