ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদীর সীমান্ত এলাকা থেকে রাজু (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহত রাজু হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘ ৮ মাস আগে শ্রমিকের কাজের জন্য ভারতের পাঞ্জাব প্রদেশে গিয়েছিল রাজুসহ কয়েকজন বাংলাদেশি। কাজ শেষে ৬জুলাই দিবাগত রাতে ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে ফিরছিলেন।
সীমান্ত ঘেঁসা নাগর নদী পার হওয়ার সময় রাজু পানির প্রবল স্রোতে তলিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জনৈক এক ব্যক্তি রাজুর লাশ সীমান্তের ৩৬৮/ নং মেইন পিলারে ৩-এস ও ৪-এস পিলারের মাঝামাঝি স্থানের নাগর নদীতে ভাসতে দেখে। বিষয়টি থানা পুলিশকে খবর দেওয়া হলে থানা পুলিশ রাজুর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেফতার ১
বগুড়ার ঐতিহ্যবাহী দারিয়ালে চারশ বছরের পুরোনো ঘুড়ির মেলা
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভেঙ্গে ফেলেছে দর্বৃত্তরা