হোম » প্রধান সংবাদ »  চুয়াডাঙ্গা জেলার দর্শনা  পারকৃষ্ণপুর, মদনা        এলাকায় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযান

 চুয়াডাঙ্গা জেলার দর্শনা  পারকৃষ্ণপুর, মদনা        এলাকায় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযান

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: ০৮ জুলাই ২০২০ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসকের, চুয়াডাঙ্গা এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে দামুড়হুদা উপজেলার দর্শনা পারকৃষ্ণপুর, মদনা এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, তৈরিকৃত পণ্যের মোড়কীকরণ বিধি লংঘন করা ও মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ০৪টি প্রতিষ্ঠানকে ১৪,০০০/- টাকা জরিমানা করা হয়।এসময় করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে সচেতন করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
error: Content is protected !!