মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি; চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শাখার, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জীবননগর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক আবু সায়েমের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াত সাংবাদিক আবু সায়েমের আত্মার মাগফিরাত কামনায় উপজেলা জসদের আয়োজনে আজ বুধবার (৮ জুলাই) বাদ আসর পেয়ারাতলা জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
২০১৫ সালের ৭ জুলাই নিজ বাড়িতে আততায়ীর হাতে মারাত্মক জখম হন আবু সায়েম। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরবর্তীতে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তাকে দেখতে আসেন জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। ৮ জুলাই রাতে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন
কুবিতে ভলিবল প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন বাংলা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
অবৈধ স্বর্ণ পাচারকালে মোটরসাইকেলসহ চুয়াডাঙ্গা ডিবির হাতে গ্রেফতার ১
রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় চারজন নিহত