হোম » প্রধান সংবাদ » নাটোরের নলডাঙ্গায় ” আমরা ১১ জন'”

নাটোরের নলডাঙ্গায় ” আমরা ১১ জন'”

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: ৩৩৩ থেকে বার্তা এসেছে খাদ্য সহায়তার জন্য। হয়তো পৌঁছাতে হবে নলডাঙ্গার প্রত্যন্ত কোন এলাকায়। উপজেলা নির্বাহী অফিসার ব্যস্ত বিভিন্ন কাজে, হয়ত নিজে সশরীরে যেতে পারবেন না সব জায়গায়। কিন্তু সরকারি ত্রান পৌছানো বন্ধ থাকেনি। এগিয়ে এসেছেন নলডাঙ্গার ১০ তরুণ প্রাণ। সকলেই স্কাউটের সদস্য।  সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন অসহায় মানুষের বাড়িতে নিজ খরচে, ফুটিয়েছেন মানুষের মুখে হাসি।
মানুষের মুখে হাসি দেখে সকল ক্লান্তি নিমিষেই ভুলে গেছেন তারা। নলডাঙ্গার ১০ তরুন আর উপজেলা নির্বাহী অফিসার মিলে টিম “আমরা ১১জন”। তবে খাদ্য সহায়তা নিয়ে মানুষের বাড়ি যাওয়ার পর কিছু বিরল অভিজ্ঞতাও হয়েছে তাদের। যেমন মাধনগর ইউনিয়নের এক ব্যক্তির ৩৩৩ তে আবেদনের প্রেক্ষিতে সরকারি খাদ্য সহায়তা নিয়ে তার বাড়িতে হাজির হয় “আমরা ১১ জন” টিমের এক সদস্য। খাদ্য সহায়তা দেখে হাসতে হাসতে ঐ ব্যক্তি বলেন, “পরীক্ষা করে দেখছিলাম ৩৩৩ তে কাজ হয় কিনা, আমার খাবারের কোন দরকার নেই।” নলডাঙ্গার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন টিম আমরা ১১ জন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!