হোম » প্রধান সংবাদ » সান্তাহারে ভ্রাম্যমান আদালতে ১০জনের জরিমানা

সান্তাহারে ভ্রাম্যমান আদালতে ১০জনের জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে সরকারি নির্দেশ অমান্য করে প্রাইভেট পড়ানো ও মাস্ক না পড়ে অবাধে চলাফেরা করায় ১০জনকে ৬হাজার ৯শ টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পরিচালনা করায় সান্তাহার এ হোম অব ইংলিশ প্রাইভেট সেন্টারের শিক্ষককে ৫হাজার টাকা ও লেক্সিাকন প্রাইভেট সেন্টারের শিক্ষককে সতর্কতামূলক ৩শ টাকা জরিমানা করেন।

অপরদিকে মাস্ক না পড়ে বাজার এলাকায় অবাধে চলাফেরা করায় ৮জনকে ১৬শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সান্তাহার মেইন রোডে ও পুরাতন বাজার রোডে বেশ কিছু ব্যবসায়ীরা লোহার এ্যাঙ্গেল রাস্তার উপর বাড়িয়ে দিয়ে বিভিন্ন মালামাল ঝুলিয়ে রাখায় পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি হওয়ায় ইউএনও সেগুলো অপসারন করেন। এসময় সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!