মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে প্রতিবন্দিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এডিপি’র অর্থায়নে উপজেলা পরিষদ থেকে মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার সময় ১৮জন প্রতিবন্দি ব্যক্তির মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয়।
হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকিসহ আরো অনেকে। হুইলচেয়ার পেয়ে প্রতিবন্দি মানুষগুলোর মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে।
এ সময় হাফিজুর রহমান হাফিজ বলেন, আমরা সবসময় অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি। প্রতিবন্দিরা সমাজের বোঝা নয়, অন্য আর দশজন মানুষের মতো তারাও মানুষ। আমাদের সকলের উচিত প্রতিবন্দিদের সেবায় নিজেদের নিয়োজিত করা। তাহলে তারাও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা