জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নাগর নদীতে রাজু (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানান, গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের সীমান্তবর্তী ৩৬৯ নং পিলারের সন্নিকটে নাগর নদীতে একটি লাশ দেখা গেলে পুলিশে খবর দেয়।
এরপর হরিপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল ঠাকুরগাঁও এ প্রেরণ করা হয়েছে। এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুলজ্জামান বলেন, উপজেলার বকুয়া ইউনিয়নের চাঁপধা বাজার তুলা দিঘী নামক গ্রামের রমিজ উদ্দীনের ছেলে রাজুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন
নাটোরের নলডাঙ্গায় বিনা মুল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন
রোহিঙ্গা শিবিরে আরসা, আরএসও’র দুই সদস্য খুন
নির্বাচন না হলে বাংলাদেশের অবস্থা পাকিস্তান কিংবা আফগানিস্তানের মত হবে…হাফিজ এমপি