হোম » প্রধান সংবাদ » নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করলেন এমপি রত্না

নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করলেন এমপি রত্না

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চেক বিতরণ করলেন নাটোর নওগাঁ সংরক্ষিত নারী আসনের এমপি রত্না আহমেদ। মঙ্গলবার সকালে তার বাসভবনের নিজ কার্যালয়ে এই অনুদানের চেক বিতরণ করেন।

 

এসময় রত্না আহমেদ জানান, তার সুপারিশের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইস্যুকৃত ১০ জনের চেক বিতরণ করা হলো।এই অনুদান প্রাপ্ত রা হলেন, আতেজান বেগম ২০ হাজার, সেলিনা বেগম ৩০ হাজার, আব্দুল আওয়াল ৩০ হাজার, আশা বাগচী ৫০ হাজার, স্মৃতি রানী রায় ৫০ হাজার, লিটন কুমার ৫০ হাজার নবীউর রহমান পিপলু ৫০ হাজার জুলেখা বেগম ৫০ হাজার পরিমল সরদার ৫০ হাজার, রসুল মিয়া ৫০ হাজার সর্বমোট চার লক্ষ বিশ হাজার টাকা প্রদান করা হয়।

Loading

error: Content is protected !!