এম এ কাদির চৌধুরী ফারহান: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবংজেলা প্রশাসক মৌলভীবাজারের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারীপরিচালক জনাব মো: আল-আমিন এর নেতৃত্বে, শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায়, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্র্রব্যেরবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।
সোমবার (৬জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজার, মৌলভীবাজার রোড, থানার সামনেসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী, মশলা বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এই সময় নতুন বাজার, মৌলভীবাজার রোড, থানার সামনেসহ বিভিন্ন জায়গায় তদারকি করে মূল্য তালিকা না রাখা, ভাউচার না দেওয়া, মূল্য তালিকায় লেখা দাম থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রয়ের জন্য খাদ্য পণ্য মজুদ রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে থানার সামনে অবস্থিত মেসার্স কুসুম বাণিজ্যালয়কে ৮ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স শ্রী দূর্গা ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জনাব মো: আল-আমিন জানান, অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
তিনি আরো জানান, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা