হোম » প্রধান সংবাদ » ইব্রাহীম মুকুটকে সভাপতি ও মফিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত হন

ইব্রাহীম মুকুটকে সভাপতি ও মফিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত হন

কমিটিতে দৈনিক দেশের খবরের সহকারী সম্পাদক  ইব্রাহীম মুকুটকে সভাপতি ও মোমেনশাহী পত্রিকার সম্পাদক মফিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে। এক বছর মেয়াদী কার্যকরী কমিটির নব-নিযুক্ত অন্যান্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান(ডেইলি ট্রাইবুনাল),সহ-সভাপতি মফিজুল ইসলাম লাভলু(দৈনিক আজকের বসুন্ধারা),যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন(দৈনিক ঢাকা টাইম্স) ও গাজী সালাউদ্দিন( দৈনিক আজকের আলোকিত সকাল),
অর্থ সম্পাদক শরীফ সালাউদ্দিন আহম্মেদ রাফে(দৈনিক বজ্রশক্তি),সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন খসরু (দৈনিক আমাদের সময়),সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক সবুজ),দপ্তর সম্পাদক আরিফ রেওগীর (সুবর্ন-বাংলা),সহ-দপ্তর সম্পাদক নেপাল ধর(দৈনিক অদম্য বাংলা),প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম(দৈনিক আজকের বাংলাদেশ),উপ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন জুয়েল (দৈনিক দেশ জনতা),সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক কাউছার পারভেজ শাকিল (দৈনিক লাখোকন্ঠ),
নির্বাহী সদস্য মোঃ আব্দুল হাফিজ (দৈনিক ঢাকা প্রতিদিন),আবুল হোসেন পাশা (দৈনিক জনতার কন্ঠস্বর),জহির রায়হান ( দৈনিক গণমুক্তি),এটিএম সাইদুর রহমান(দৈনিক দেশের খবর) ও রবিউল আওয়াল রবি(জয় যাত্রা টেলিভিশন)। বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহ জেলা শাখার সদস্যরা ১ জুলাই  কার্যকরী কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণ করেন।কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ মশিউর রহমান ও সাধারণ সম্পাদক  এসএম সামসুল হুদা গত ৪ জুলাই ময়মনসিংহ জেলা কার্যকারী কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেন। উল্লেখ্য বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশন  সারাদেশে সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন  সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি ,আর্থিক প্রণোদনা , সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা, পেশাগত কাজে হয়রানির শিকার হলে সম্মিলিতভাবে আইনগত সহযোগিতা সহ বেশ কিছু কার্যক্রম নিয়ে কাজ করছে।
error: Content is protected !!