বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে ডিজিটাল নিরাপত্তা আইনে ছোটন বিশ্বাস (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে স্থানীয় থানা পুলিশ ৷ বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে ৷ সে ইউনিয়নের পদ্মামনসা ০৬নং ওয়ার্ডের মৃত অমূল্য বিশ্বাস এর ছেলে ৷
বোরহানউদ্দিন থানা সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর পোস্ট, তার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন আপত্তিকর লেখার পোষ্ট করায় তাকে আটক করা হয় ৷ পরে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ৷
এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তাঁর নিজ বসতঘর থেকে আটক করা হয়। এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ৷
আরও পড়ুন
শ্যামনগর নৌকার প্রার্থী দোলন–কে গণসংবর্ধনা
সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই পিকআপে আগুন
৬১৯ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব