হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনা নদীর পানির প্রবল স্রতে সিরাজগঞ্জের সীমলা স্পার বাধে আবারো ৭০ মিটার নদীতে ধসে গেছে। এ কারনে বাধ অভ্যন্তরের পাঁচঠাকুরী এলাকার প্রায় ৫০টি বসতবাড়ি নদীতে বিলীনের আশংকায় অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে সদর উপজেলার ছোনগাছা ইউপি চেয়ারম্যান শহিদুল আলম বিষিয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরোও জানান, বুধবার (১ জুলাই) রাতে শিমলা এলাকায় অবস্থিত স্পার বাধের ৭০ মিটার ধসে গেছে। বর্তমানে ধস এখনও অব্যাহত রয়েছে। তবে ধস ঠেকাতে পাউবো এখনও কোন ব্যবস্থা নেয়নি। ধসের মুখে পড়ায় ইতোমধ্যে পাঁচঠাকুরী এলাকার প্রায় ৫০টি বসতবাড়ি নদীতে চলে যাওয়ার আশংকায় অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বাধ ধসের কারনে এসব এলাকার মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসিম কুমার জানান, বাধ ধসের কারনে ইতোমধ্যেই ৫০টি বসতবাড়ি নদীতে চলে যাওয়ার আশংকায় অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। প্রাথমিক ভাবে তাদের ত্রান সহায়তা দেয়া হবে।
২০০০-২০০১ অর্থ বছরে ভাঙ্গন এড়াতে যমুনার গতিপথ পরিবর্তনের লক্ষ্যে সীমলা এলাকায় এ মাটির তৈরী স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর কয়েকবার স্পারটি সংস্কারও করা হয়েছে। চলতি বছরের (৩০ মে) যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে স্পার বাঁধের স্যাংক
(স্পারের মাটির অংশ) প্রায় ২১ মিটার ধসে গিয়েছিল। সেখানে বালি ভর্তি জিওব্যাগ দিয়ে সংস্কার করা হয়। এ অবস্থায় বুধবার (১জুলাই) রাতে পূর্বের সংস্কার করা স্থানসহ আবারও ৭০ মিটার বাধ ধসে গেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সম্প্রতি সংস্কার করা স্থানসহ বাধের মাটির অংশের প্রায় ৭০মিটার নদীতে ধসে গেছে।আমরা ধসে যাওয়া স্থানে জিওব্যাগ ফেলে সংস্কারের উদ্দ্যোগ নিয়েছি।
অতি দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনাকে সর্বতো সমর্থন অব্যাহত রাখতে হবে — রবি উপাচার্য
জাতীয় দিবস মহান স্বাধীনতা -২০২৩ উপলক্ষে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত
ফ্রিজে ঢুকিয়ে কুরিয়ারে ফেনসিডিলের চালান!