হোম » প্রধান সংবাদ » কাজিপুরে জোরপুর্বক দোকানে তালা দেওয়া অভিযোগ

কাজিপুরে জোরপুর্বক দোকানে তালা দেওয়া অভিযোগ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অসহায় মহিলার দোকান জোরপূর্বক তালা দেওয়ার অভিযোগে উঠেছে। গত ৩০ জুন সকালে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরীয়া বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনোয়ারা খাতুন বাদী হয়ে কাজিপুর থানায় গত ৩০ জুন সাধারণ ডায়েরী করেছে। যার নং-৮৮৪/২০। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে মনোয়ারা খাতুন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৩০ বছর যাবত আমাদের পৈত্তিক সম্পত্তির উপর মাটি ভরাট করে দোকান নির্মান করে ভাড়া দিয়ে আসছি।

সম্পত্তি আমার স্বামী ও ভাই মারা যাওয়ার পর আমার ভাতিজা মোঃ রায়হান ও মৃত কান্দু মন্ডলের ছেলে রেজাব আলী গংরা আমার দোকানের ভাড়াটিয়াকে জোরপূর্বক বাহির করে দিয়ে দোকানে তালা লাগিয়েছে। দোকানে কেউ আসলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি- ধামকি দিচ্ছে। অভিযোগকারী মনোয়ারা খাতুন বলেন, আমার পৈত্তিক সম্পত্তির উপর নির্মান করা দোকান ফিরে পেতে প্রশাসন ও উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামরা করছি। মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল সালাম বলেন, এ বিষয়টি নিয়ে কয়েক দফা শালিশ হয়েছে।

 

পরবর্তীতে উভয়পক্ষেকে সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে শালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসা হবে বলে
আশা করছি। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, অভিযোগ পেয়ে
ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

error: Content is protected !!