হোম » প্রধান সংবাদ » জীবননগর ধোপাখালী মাঠের আম বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার             

জীবননগর ধোপাখালী মাঠের আম বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার             

মো:তারিকুর রহমান  চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর ধোপাখালী রামধনার মাঠের আমবাগান থেকে এক যুবকের মরা দেহ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। আজ (২জুলাই) বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের রামধনার মাঠের আমবাগান অভিমান করে গলাই ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মোঃ কদর আলী মিয়ার ছেলে ইয়ামিন (১৫)। এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল দুপুরে পারিবারিক কলহের কারণে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে অভিমান করে বের হয়।পরে সারাদিন অনেক খোঁজাখুঁজির পর সন্ধান পাওয়া যায় নি ইয়ামিনের।

আজ (২ জুলাই, বৃহস্পতিবার) সকালে এক কৃষক পাশ্ববর্তী ধোপাখালী গ্রামের রামধনার একটি আম বাগানে বাইসাইকেল দেখতে পায়। বাইসাইকেলের মালিককে খুঁজতে আমবাগানের ভিতর ইয়ামিনের লাশ পড়ে থাকতে দেখে স্হানীয় লোকজন। পরে জীবননগর থানা পুলিশ খবর পেয়ে মরাদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। আরো জানা যায়, ইয়ামিন পটলের বানের দড়ি দিয়ে আম গাছের একটি ডালে পরিবারের উপর অভিমান করে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম

Loading

error: Content is protected !!