আবু তারেক বাঁধন ,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় প্রায় চার হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। গত কাল বুধবার সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের নেতৃত্বে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, ভোরে উপজেলার ধরধরিয়া বিল, চাউলিয়া বিল, পানিয়া বিল, চাকধা বিল, ধামপাড়া বিল, মোলানি বিল ও বুড়া বিলে অভিযান চালিয়ে মাছ ধরার অবৈধ চার হাজার দুইশত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা কালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার খালেদ মোশারফ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু