আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে অপহরণের ৯দিন পর অপহৃতা স্কুল ছাত্রীকে (১৪) নওগাঁর আত্রাই থেকে উদ্ধার ও এজাজুল হক আশিক (২০) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত এজাজুল হক আশিক নওগাঁর আত্রাই উপজেলার উদয়তই গ্রামের মহাতাব প্রামানিকের ছেলে। এ ঘটনায় ভিকটিমের মা উপজেলার সান্তাহার মালশন গ্রামের বাসিন্দা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, সান্তাহার হার্ভে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই ছাত্রীকে গত ২২ জুন সকালে সান্তাহার নতুনবাজার এলাকা থেকে এজাজুল হক আশিকসহ তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ৯দিন পর পুলিশ বুধবার সকালে নওগাঁর আত্রাই উপজেলা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত আসামী এজাজুল হক আশিককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।
আরও পড়ুন
সোনাইমুড়ীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সভা, বাজারে যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ
বগুড়ার আদমদীঘিতে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী উন্নয়নের লিফলেট বিতরণ করছেন তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ।