এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে দক্ষিণপাড়ায় পানিতে ডুবে মাছুম (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটে। আজ ৬ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ঘটনাটির খবর পাওয়া যায়। নিহত মাছুম রুবেল মিয়ার ছেলে বলে জানা যায়।
এলাকা ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১.৩০ টার পর থেকে মাছুম কে খুজে পাওয়া যাচ্ছিল না। আশেপাশে অনেক খোঁজাখুজির পর বিকাল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের ঘাটলার নিকটে পানিতে ভাসমান অবস্থায় মাছুমকে পাওয়া যায়। শিশু মাছুম অকাল মৃত্যুতে পরিবার পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শাহিন ঘটনাটি নিশ্চিত করেছেন। এসময় তিনি আরো বলেন যে এখন যেহেতু বর্ষা মৌসুম সেহেতু খাল-বিল পানিতে পরিপূর্ণ। তাছাড়া বৃষ্টির পানিতে বাড়ির পাশে গর্তে পানি জমাট লেগে থাকে, যা শিশুদের জন্য বিপদ জনক। ইতিমধ্যে দু একটা ঘটনা ঘটে গেছে। তাই ভৈরব বাসীর নিকট অনুরোধ রইল আপনাদের শিশুদের নিরাপদে রাখুন। শিশুদের প্রতি খেয়াল রাখুন। বর্ষা মৌসুমে আপনার শিশুকে পানি থেকে নিরাপদে রাখুন।
আরও পড়ুন
গাইবান্ধা-৩, ৪ ও ৫ আসনে আওয়ামী লীগ ও জাসদের প্রার্থী মনোনয়নপত্র দাখিল
জামালপুর-২ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা