হোম » বিনোদন » প্রকাশিত হলো সাবরিনা সুইটি অভিনিত নাটক “অনুভব

প্রকাশিত হলো সাবরিনা সুইটি অভিনিত নাটক “অনুভব

আওয়াজ অনলাইনঃ আজ ঘাসফড়িং এন্টারটাইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে রওনক হাসান ও সাবরিনা সুইটির নাটক `অনুভব’ । গল্প আহমেদ শাহাবুদ্দী, পরিচালনয় মনির হোসেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী ,রওনক হাসান ,সাবরিনা সুইটি,সিরাজুল ইসলাম ,এমিলা হক ,স্বপ্নিল রনো ,পাপিয়া .

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হয় নাটকটি। কথা হয় এই নাটকের পরিচালক মনির হোসেনের সাথে তিনি জানান , এই কাজটি আমি খুব ভালো ভাবে করেছি। আশা করি কাজটি ভালো হয়েছে। আর নাটকটি কেমন হয়েছে সেটা বিচারের দায়িত্ব দর্শকদের। তারা যদি ভালো বলেন তাহলেই আমাদের কষ্ট সার্থক হবে।

এ ব্যাপারে কথা হয় অভিনেত্রী সাবরিনা সুইটির সাথে তিনি বলেন ,আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এই নাটকের পরিচালক মনির হোসেন ভাইয়াকে। তার কারণে আমি এমন একটি নাটকে কাজ করার সুযোগ পেয়েছি। আর রওনক ভাইয়ার সাথে অভিনয় করে খুব ভালো লেগেছে। আশা করি আমার যারা ভক্ত আছে তাদের নাটকটি খুব ভালো লাগবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!