সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন করে ২৪ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। রবিবার পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮ জন এ পৌছাঁলো, যা প্রায় দুইশোর কাছাকাছি। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ জন, মৃত্যুবরণ করেছেন ৪ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশরাত ফারহান্দা জেবিন এ তথ্য নিশ্চিত করেছেন।নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানায় নতুন ২৪ জন করোনা সনাক্তরা হলেন উপজেলার মোহল্লা, দাপুনিয়া, ইব্রাহিমপুর, বাড়িখলা, রসুল্লাবাদ, গোপালপুর, নারায়ণপুর, লাপাং, নবীনগর সদরের কলেজ পাড়া, উত্তর পাড়া, মধ্য পাড়ার বাসিন্দা।
তাছাড়া জনতা ব্যাংকের স্টাফ, ইউএনও অফিসের স্টাফ ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীও রয়েছে। গতকাল ৪ জুন নবীনগরের উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ডাঃ হাবিবুর রহমান সহ ৭ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। তারা বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু