হোম » প্রধান সংবাদ » ভালুকায় ৫০০০ ফলজ,বনজ,ঔষধি চারা হস্তান্তর এবং বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন এমপি ধনু।

ভালুকায় ৫০০০ ফলজ,বনজ,ঔষধি চারা হস্তান্তর এবং বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন এমপি ধনু।

আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ,ভালুকা, প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপি ব্যাপক বনায়নের লক্ষ্যে ৫০০০টি ফলজ,বনজ,ঔষধি চারা হস্তান্তর এবং বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

 

মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনটি করে গাছ লাগানোর আহবানে ৫ই জুন রোববার জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় চারা উত্তোলন প্রকল্পের আওতায় ভালুকা উপজেলা পরিষদের বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থানে ৫০০০টি ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি,বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

 

এবং সারা দেশব্যাপি ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন প্রকল্পের আওতায় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপির নামে বরাদ্দকৃত ৫০০০টি গাছের চারা হস্তান্তর করেন রেঞ্জ কর্মকর্তা মো: মোজ্জাম্মেল হোসেন।জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় ভালুকা উপজেলা পরিষদে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।পরে একই দিনে উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে ও ফলজ,বনজ,ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

 

এ সময় জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম পিন্টু,সাধারণ সম্মাদক গোলাম মোস্তাফা বাবুল,জেলা কৃষকলীগের সহসভাপতি আরিফ উল্লাহ খান বাপ্পি,উমর হায়াৎ খান নইম,উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন,কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া,আফতাব উদ্দিন মোল্লা,সংসদ সদস্যের একান্ত সচিব, সাবেক জেলা ছাত্রলীগের অন্যতম নেতা,সৌমিত্র চক্রবর্তী নিপুন,আফতাব উদ্দিন মাহবুব,ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সজিব,নাজমুল হাসান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!