হোম » প্রবাস » প্রবাসীর স্ত্রীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ: আসামি কারাগারে 

প্রবাসীর স্ত্রীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ: আসামি কারাগারে 

মোঃ আবদুল মুনাফ পিন্টু: ফেনীর দাগনভূইয়া ৭ নম্বর মাতুভূঞা ইউনিয়ন উত্তর আলীপুর মো. দেলোয়ার হোসেন (৩০) এক প্রবাসির স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করেছে মর্মে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে দাগনভূইয়া থানার পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিভিন্ন কৌশলে বাদীনির বসত ঘরে প্রবেশ করে বিবাহের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে মর্মে বাদী শারমিন আক্তার প্রিয়াংকা থানায় এজাহার দায়ের করিলে নিয়মিত মামলা রুজু করা হয়।
৬ ফেব্রুয়ারি মামলা দায়েরের পর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর নেতৃত্বে এসআই আজমগীর ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনায় এজাহার ধারা মোতাবেক ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) এর ঘটনার জড়িত আসামি মোঃ দেলোয়ার হোসেন (৩০) নামে উক্ত মামলায় দ্রুত সময়ে গ্রেফতার করা হয় তাকে।
আসামি উত্তর আলীপুর আলী আজ্জম সারেং বাড়ির জসিম উদ্দীন এর ছেলে। গ্রেফতার পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি মো. হাসান ইমাম।

Loading

error: Content is protected !!