হোম » অপরাধ-দুর্নীতি » সরিষাবাড়ীতে ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে নৌকা সমর্থকদের হামলার ঘটনায় ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা : গ্রেফতার এক

সরিষাবাড়ীতে ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে নৌকা সমর্থকদের হামলার ঘটনায় ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা : গ্রেফতার এক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরে সরিষাবাড়ীতে জাতীয় সংসদের নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাংচুরের ঘটনায় রানা সরকারকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের নির্বাচনী প্রধান এজেন্ট সাখাওয়াত আলম মুকুল বাদী হয়ে রাতেই এ মামলা দায়ের করেন। মামলা নং-১৭, তারিখ- ২৬/১২/২০২৩ইং। গত ২৫ ডিসেম্বর রাতে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ডাঃ মুরাদ হাসান এমপি’র তাড়িয়াপারা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে এবং তাদের হামলায় প্রায় ১৩ নেতাকর্মী আহত হয়।

হামলায় ঘটনায় নৌকা সমর্থক কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার আসাদ মন্ডলের পুত্র রানা সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে তাকে
আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ।

স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের নির্বাচনী প্রধান এজেন্ট সাখাওয়াত আলম মুকুল জানান, নৌকার সমর্থকরা আমাদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করে, অফিস ভাঙচুর করে। আমাদের নেতাকর্মীদের অতর্কিত হামলা করে মারধর করে আহত করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনিকভাবে এর কঠোর ব্যবস্থা নেওয়ার আশা রাখছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলা করেছি।

এ বিষয়ে নৌকার মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কলটি রিসিভ করেননি বলে তার বক্তব্য
নেওয়া সম্ভব হয়নি।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, ২৫ ডিসেম্বর রাতে তাড়িয়াপাড়া এলাকায় নৌকা ও ঈগল প্রতিকের সমর্থকদের মধ্যে মারামারি হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে কাউন্সিলর মুকুল সাহেব বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ১ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

error: Content is protected !!