হোম » অপরাধ-দুর্নীতি » জামালপুরে ২৪০ বোতল বিদেশী মদসহ দুইজন আটক 

জামালপুরে ২৪০ বোতল বিদেশী মদসহ দুইজন আটক 

রবিউল হাসান লায়ন : জামালপুরে ২৪০ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর থানা পুলিশ। আজ বুধবার সকাল ১০টায় (১৮ অক্টোবর) পৌর শহরের জামালপুর-শেরপুর ব্রীজের পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাদেরকে আটক করে পুলিশ। 
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া এলাকার বকতারের ছেলে আনছার আলী (৩০) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকার শফিউদ্দিনের ছেলে পলাশ মিয়া (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পৌর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চলানো হলে সেখান থেকে ২৪০ বোতন বিদেশী মদসহ দুইজনকে আটক করা হয়। আকটকৃত দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। আর আটককৃত এসব মদ টাঙ্গাইলে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, আজ সকালে পুলিশ অভিযান চালিয়ে ২৪০ বোতল বিদেশীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার করা হয়ছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
error: Content is protected !!